চলতি আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনের বাজে পারফরম্যান্স নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তার মতে, এই দুই বিদেশি ক্রিকেটারের 'দলের জন্য কিছু করার কোনো ক্ষুধা নেই'—তারা যেন শুধুই ছুটি কাটাতে এসেছেন।
গ্লেন ম্যাক্সওয়েলকে এবার চার কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। কিন্তু প্রথম ম্যাচেই গোল্ডেন ডাকের শিকার হন। এরপর মাত্র কয়েক ইনিংসে সামান্য রান করে একাদশ থেকে বাদ পড়েন। রাজস্থানের বিপক্ষে ২১ বলে ৩০ রানের ইনিংস ছাড়া বাকি ম্যাচগুলোতে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।
অন্যদিকে, বেঙ্গালুরুর হয়ে আট কোটি ৭৫ লাখ রুপিতে খেলা লিয়াম লিভিংস্টোনও ছন্দে নেই। সাত ম্যাচে একমাত্র ফিফটি করেন গুজরাটের বিপক্ষে (৫৪ রান)। বাকি ইনিংসগুলোয় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সর্বশেষ ম্যাচে তাকে একাদশেই রাখা হয়নি।
এক অনুষ্ঠানে শেবাগ বলেন, 'ওরা কেবল অবকাশ কাটাতে এসেছে। দলকে ভালোবাসে না, ম্যাচ জেতাতে চায় না—শুধু বড় বড় কথা বলে।'
তিনি আরও বলেন, 'ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স বা ম্যাকগ্রা– এরা আলাদা। কিন্তু অনেক বিদেশি খেলোয়াড় আছে, যাদের হারলেও কোনো দুঃখ নেই, বরং জানতে চায়—পার্টি কোথায়?'
বিডি প্রতিদিন/মুসা