পাকিস্তান টেস্ট দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেছেন, পাকিস্তানের সঙ্গে নয় মাস কাজ করলেও এখনো পর্যন্ত তিনি তার প্রাপ্য বেতন পাননি।
গত বছরের এপ্রিল মাসে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া গিলেস্পি ডিসেম্বরে পদত্যাগ করেন বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে। তারপর থেকেই তিনি পিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ করে চলেছেন এবং বিভিন্ন মাধ্যমে নিজের অসন্তোষ ব্যক্ত করেছেন।
সম্প্রতি এক স্থানীয় ক্রীড়া মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী গিলেস্পিকে পিসিবির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, বিস্তারিত না বললেও এটুকু বলি, এখনো সেই কাজের পারিশ্রমিক পাওয়ার অপেক্ষায় আছি। আশা করি বিষয়টি শিগগিরই মীমাংসা হবে।”
তিনি আরও যোগ করেন, “এটা অবশ্যই কিছুটা হতাশাজনক, তবে আমি আশাবাদী যে খুব শিগগিরই এটা সমাধান হবে।”
এ মাসের শুরুতে আরেক সাক্ষাৎকারে গিলেস্পি জানান, পাকিস্তানে কাটানো সময় তার কোচিংয়ের প্রতি ভালবাসাকে নষ্ট করেছে। তিনি বলেন, “পাকিস্তানে কাজের অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে নষ্ট করেছে, এটা আমি অকপটে বলছি। আশা করি, সময়ের সঙ্গে সেটা ফিরে পাব, কিন্তু এটা আমার জন্য বড় একটা ধাক্কা ছিল।”
এদিকে গিলেস্পি আরও অভিযোগ করেন, কোচিংয়ের সময় তিনি নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সাদা বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে গিলেস্পি বলেন, “সে (আকিব জাভেদ) ছিল একেবারে কৌতুকপূর্ণ একজন মানুষ। অভ্যন্তরীণ রাজনীতি আর দলীয় সমন্বয়ের অভাব পুরো কাজটাকেই অসহনীয় করে তুলেছিল।” সূত্র: ক্রিকেট পাকিস্তান, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/নাজিম