বিশ্ব ক্রিকেটে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০২৫ সংস্করণ প্রকাশিত হয়েছে। এবারের তালিকায় ভারতের জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্ধানা জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে। টি-টোয়েন্টিতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান।
এই স্বীকৃতিগুলো কেবল পরিসংখ্যানের ভিত্তিতে নয়, বরং ক্রিকেটারদের প্রভাব, ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স এবং ধারাবাহিকতার ভিত্তিতেই দেওয়া করা হয়।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান হয়েছেন বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। দুর্দান্ত স্ট্রাইক রেট, বড় ম্যাচে ইনিংস গড়ার সামর্থ্য এবং ধারাবাহিক ফিনিশিং অ্যাবিলিটি তাকে এই পুরস্কার এনে দিয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি ছিলেন অপ্রতিরোধ্য।
এদিকে, ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত পাঁচ সেরা ক্রিকেটার হলেন:
গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, ড্যান ওরাল, লিয়াম ডসন, সোফি একলস্টোন (ইংল্যান্ড নারী দল)। একজন খেলোয়াড় জীবনে একবারই এই সম্মান পেতে পারেন।
২১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে ৭০৪ উইকেট নিয়ে অবসর নেওয়া ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন পেয়েছেন বিশেষ সম্মাননা।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সের জন্য নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার পেয়েছেন ‘উইজডেন ট্রফি ফর পারফরম্যান্স অব দ্য ইয়ার’।
এছাড়া মরণোত্তর শ্রদ্ধা জানানো হয়েছে ইংল্যান্ড ক্রিকেটের দুই কিংবদন্তি ডেরেক আন্ডারউড ও গ্রাহাম থর্পকে, যারা গত বছর প্রয়াত হয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা