ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ পারফর্মেন্সের স্বীকৃতি পেলেন লামিন ইয়ামাল। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে এই স্প্যানিশ তারকা জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অন্যদিকে বর্ষসেরা ক্লাবের সম্মাননা পেয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার রাতে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল অ্যাথলেটিকসের জুলিয়েন আলফ্রেড ও লেসলি টেবোগো, সাঁতারু সামার ম্যাকিনটশ এবং বাস্কেটবল তারকা ভিক্টর ওয়েম্বানিয়ামাকে পিছনে ফেলে পুরস্কার জিতেছেন। তবে পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ইয়ামাল। লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে বার্সেলোনার হয়ে মায়োর্কার বিপক্ষে ম্যাচ থাকায় অনুশীলনেই ব্যস্ত ছিলেন তিনি।
২০০০ সাল থেকে শুরু হয় এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের যাত্রা। বিজয়ীদের বেছে নেন লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্য। স্পেনের হয়ে গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন লামিন ইয়ামাল। তখন প্রতিযোগিতার সেরা উদীয়মান এই স্প্যানিশ ফরোয়ার্ড বার্সেলোনার হয়েও দারুণ মৌসুম কাটিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের হয়ে ৪৬ ম্যাচে তিনি গোল করেন ১৪টি, অ্যাসিস্ট ২১টি।
অন্যদিকে, বর্ষসেরা দলের পুরস্কার উঠেছে রিয়াল মাদ্রিদের হাতে। ২০২৪ সালে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে লস ব্লাঙ্কোরা। স্প্যানিশ লা লিগায় রেকর্ড ৩৬তম এবং চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জিতে উল্লাসে মাতে কার্লো আনচেলত্তির দল। এছাড়াও তারা জিতেছে উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।
লরিয়াসের অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সুইডিশ পোল ভল্টার মন্ডো ডুপ্ল্যান্টিস (বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ), মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ)। ‘স্পোর্টিং আইকন’ হিসেবে সম্মাননা পেয়েছেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মার্কিন সার্ফার কেলি স্ল্যাটার।
বিডি প্রতিদিন/জামশেদ