২২ অক্টোবর, ২০২১ ২২:২৮

লঙ্কানদের দখলে বিশ্বকাপের সেরা তিন রেকর্ড

অনলাইন ডেস্ক

লঙ্কানদের দখলে বিশ্বকাপের সেরা তিন রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বোলিং তোপে ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস। এর আগে ৭ বছর আগে এই নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করে লাসিথ মালিঙ্গার শ্রীলঙ্কা।

এ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি সর্বনিম্ন ইনিংস হলো ৩৯, ৪৪ ও ৬০ রান। এই তিনটি রেকর্ডের মধ্যে একটি নিউজিল্যান্ডের-আর প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা। 

২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডকে লজ্জা উপহার দিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রঙ্গনা হেরাথের বাঁ-হাতের ভেল্কিতে ৬০ রানেই থেমে যায় কিউইদের ইনিংস। 

এই চট্টগ্রাম বিশ্বকাপেই লঙ্কানদের বিপক্ষে ডাচরা অলআউট হয়ে যায় ৩৯ রানে। 

আজ শুক্রবার শারজায় টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ৪৪ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর