শিরোনাম
২৩ অক্টোবর, ২০২১ ১১:৩৫

কোহলি-গেইলের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

অনলাইন ডেস্ক

কোহলি-গেইলের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

ক্রিস গেইল-বিরাট কোহলি।

বিশ্বমঞ্চে বিশ্বরেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। বিশ্বকাপ জয়, পাকিস্তান বধের পাশাপাশি ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। আর ২৩৯ রান করলেই টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হবেন কোহলি। 

মাহেলা জয়াবর্ধনেকে টপকে এই নজির গড়বেন বিরাট। তবে টিম ইন্ডিয়ার নেতার সঙ্গে কড়া টক্কর হবে ক্রিস গেইলের। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মাত্র ৯৬ রান করলেই সর্বাধিক রানের মালিক হবেন ‘দ্য ইউনিভার্স বস’। আপাতত সর্বোচ্চ রানের মালিক জয়বর্ধনে। ৩১ ম্যাচে ১০১৬ রান শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারের। স্ট্রাইক রেট ১৩৪.৭৪। গড় ৩৯.০৭। 

মাহেলার ঠিক পরেই রয়েছেন ক্রিস গেইল। ২৮ ম্যাচে ক্যারিবিয়ান তারকার রান ৯২০। গড় ৪০.০০। স্ট্রাইক রেট ১৪৬.৭৩। তৃতীয় স্থানে বিরাট কোহলি। ১৬ ম্যাচে ৭৭৭ রান ভারত অধিনায়কের। গড় ৮৬.৩৩। স্ট্রাইক রেট ১৩৩.০৪। এদের পরই রয়েছেন সাকিব আল হাসান এবং রোহিত শর্মা। বাংলাদেশি অলরাউন্ডারের রান ৬৭৫। মাত্র ২ রান কম রোহিতের। দৌড়ে চারজন থাকলেও মূল লড়াই বিরাট কোহলি এবং ক্রিস গেইলের মধ্যে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর