শিরোনাম
২৩ অক্টোবর, ২০২১ ২১:১৫

ইংলিশদের বোলিং তাণ্ডবে ৫৫ রানেই গুটিয়ে গেল ক্যারিবীয়রা

অনলাইন ডেস্ক

ইংলিশদের বোলিং তাণ্ডবে ৫৫ রানেই গুটিয়ে গেল ক্যারিবীয়রা

বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ৫৬ রান।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৪.২ বল খেলে ৫৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের বোলারদের পক্ষে মাত্র দুই রান খরচ চার উইকেট নেন আদিল রশিদ।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানে দুই ওপেনারের উইকেট হারায় ক্যারিবীয়রা। লেন্ডন সিমন্সের পর সাজঘরে ফেরেন এভিন লুইস।

মঈন আলীর বলে ক্যাচ তুলে দিয়ে ৩ রান করে ফেরেন সিমন্স। আর ক্রিস ওকসের বলে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে ফেরেন লুইস।

ব্যাটিং বিপর্যয় এড়াতে মাঠে নেমে ক্রিস গেইলও বেশি সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৩ রান আউট হন গেইল। 

শিমরন হেটমায়ার ৯, ডোয়েন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬ ও আন্দ্রে রাসেল ০ রানে বিদায় নিয়ে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

ইংলিশদের বোলারদের পক্ষে সবচেয়ে সফল লেগস্পিনার আদিল রশিদ। তিনি ২.২ ওভারে মাত্র ২ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া মইন আলী ও টাইমাল মিলস নিয়েছেন ২টি করে উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর