২৪ অক্টোবর, ২০২১ ১৩:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ: এ যেন ‘এশিয়া কাপ’

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ: এ যেন ‘এশিয়া কাপ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আজও রয়েছে দুটি ম্যাচ। আর এই দুটি ম্যাচের চার দলই এশিয়ার। দিনের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা। রাতে মাঠে নামবে দুই পরাশক্তি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। অন্তত একদিনের জন্য হলেও, আজ বিশ্বকাপ তাই যেন রূপ নিচ্ছে এশিয়া কাপে।

তবে শুধু এশিয়া নয়, এই দুই ম্যাচ ঘিরে উত্তাপ লেগেছে সবখানেই। ভারত-পাকিস্তান মহারণ মানেই বারুদে ঠাঁসা উত্তেজনা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও এখন কম উত্তাপ ছড়ায় না।

২০১৮ সালে কলম্বোতে নিদাহাস ট্রফির তিন জাতির টুর্নামেন্টে এক নাগিন ড্যান্সের জন্য দুই দলের মধ্যে তৈরি হয় চরম বৈরিতা। মজার ব্যাপার হলো, ওই টুর্নামেন্টের পর আজই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

অন্যদিকে, ক্রিকেট দুনিয়ার পুরনো দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান মাঠে নামলেই যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করে দুই দলের সমর্থকদের মধ্যে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজও এর ব্যতিক্রম হবে না নিশ্চয়ই!


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর