২৪ অক্টোবর, ২০২১ ১৫:০১

‘প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ’

অনলাইন ডেস্ক

‘প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ’

আজ সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় ৪টা) খেলা শুরু হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তারপরও আজ আশাবাদী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

অন্যদিকে, বাংলাদশ দলের চিন্তার আরেক নাম ওপেনিং জুটি। গত ১২ মাসে বাংলাদেশের কেবল দুটি উদ্বোধনী জুটি পার করতে পেরেছে পাওয়ার প্লে। 

পাওয়ার প্লেতে ভালো করার গুরুত্ব বুঝতে পারছেন ডমিঙ্গোও। তবে সুপার টুয়েলভের শুরুতেও বাংলাদেশ কোচ ভরসা রাখছেন নাঈম-লিটনের ওপরই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের তিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন, এখানে কোনো পরিবর্তন আসছে না।

“উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা আছে কি না? না।”

“পাওয়ার প্লেতে পারফরম্যান্স এখানে গুরুত্বপূর্ণ। যে দলগুলো পাওয়ার প্লেতে বেশি রান করে, ওরাই বেশি জেতে, এমন একটা ধারা দেখা যাচ্ছে। আমি মনে করি, ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই আগামীকাল প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ হবে।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর