২৫ অক্টোবর, ২০২১ ১৯:৪৮

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

অনলাইন প্রতিবেদক

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

সোমবার আরব আমিরতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাছাই পর্বের ঝামেলায় যেতে হয়নি আফগানিস্তানকে। ভারত-পাকিস্তানের মতো এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দলটি।

তবে বাছাই পর্বের পরীক্ষায় উত্তির্ণ হয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে গ্রেট বিটেনের দ্বীপ রাষ্ট্র স্কটল্যান্ড। বাছাই পর্বে বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিটি পেয়েছে স্কটিশরা। 

আফগানিস্তান একাদশ

হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, কলাম ম্যাকলিয়ড, রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
 
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর