২৯ অক্টোবর, ২০২১ ১৯:১০

জুটি গড়ে সাজঘরে সৌম্য সরকার

অনলাইন ডেস্ক

জুটি গড়ে সাজঘরে সৌম্য সরকার

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬০ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের বলে বাউন্ডারি হাঁকানোর পর ঠিক পরের বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন সৌম্য সরকার।

সৌম্যের আউটে ১০.৪ ওভারে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে দুটি চারের সাহায্যে ১৭ রান করেন সৌম্য। 

আজ ভালো খেলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি সৌম্য। লিটনের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে গেছেন তিনি।

এর আগে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৯ রান করে আউট সাকিব আল হাসান। দলীয় ২১ রানের মাথায় রাসেলের বলে ক্যাচ আউট হয়ে ১২ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন সাকিব। সাকিবের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি নাঈম শেখ। প্রথমবার জীবন পেলেও দ্বিতীয়বার হোল্ডারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাঈম। তিনি ১৯ বলে ১৭ রান করে আউট হন।

এর আগে নিকোলাস পুরান ও রোস্টন চেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেটে ৮৬ রান।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর