৩০ অক্টোবর, ২০২১ ১৮:৪১

বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : আফগান ক্রিকেটার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক আলাপ করতে নয় : আফগান ক্রিকেটার

মোহাম্মদ নবি (ফাইল ছবি)

গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে আফগানিস্তান। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে, ক্রিকেটের সাথে রাজনৈতিক বিষয়ও ছিল। সেই প্রশ্ন শক্ত হাতে সামাল দেন নবি।

পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল- ‘নবি আফগানিস্তান দু’টি ম্যাচেই ভালো খেলেছে। আপনাদের সরকার পরিবর্তন হয়েছে। পাল্টে গেছে দেশের পরিস্থিতি।  দেশে ফেরার পর আপনাদের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হবে- এমন কোন শঙ্কা আছে কিনা?

জবাবে নবি বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কথা দূরে সরিয়ে রেখে ক্রিকেট নিয়ে কথা বললেই কি ভালো হতো না? ক্রিকেট নিয়ে আপনি কোন প্রশ্ন করুন। আমরা সঠিক প্রস্তুতি নিয়েই এখানে বিশ্বকাপ খেলতে এসেছি, রাজনৈতিক কথা বলতে নয়। তাই ক্রিকেট সংক্রান্ত যে কোনও প্রশ্ন আপনি করতে পারেন।’

সাংবাদিক আবারও আরও একটি প্রশ্ন করেন। সেটিও নবির কাছে ক্রিকেট সংক্রান্ত নয়। সাংবাদিক বলেন, ‘তালেবানের-পাকিস্তান সম্পর্ক ভালো হওয়ায় আফগানিস্তানের ক্রিকেট দলের সুবিধা হবে কি-না!’
এ ব্যাপারে নবি বলেন, ‘এটা ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন নয়।’

স্কটল্যান্ডকে ১৩০ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে আফগানরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর