শিরোনাম
১ নভেম্বর, ২০২১ ১৫:৩০

স্মিথের সমালোচনা করে ভক্তদের রোষানলে ওয়ার্ন

অনলাইন ডেস্ক

স্মিথের সমালোচনা করে ভক্তদের রোষানলে ওয়ার্ন

স্টিভেন স্মিথ ও শেন ওয়ার্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারে অস্ট্রেলিয়া। এতেই টিম অস্ট্রেলিয়ার ওপর দারুণ ক্ষিপ্ত শেন ওয়ার্ন। দল নির্বাচন নিয়ে তো সমালোচনা করেছেনই, এমনকি স্টিভেন স্মিথের একাদশে থাকা উচিত নয়-সরাসরি এমন কথাই বলে বসেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি এই লেগিকে একহাত নেওয়া শুরু করেন ভক্তরা। টুইটারে একজন লিখেছেন, ‘স্টয়নিস ডাক মারলো আর স্মিথকে বাদ দেওয়ার কথা বলছেন আপনি। অস্ট্রেলিয়া দলের মধ্যে স্মিথ স্পিন ভালো খেলে এবং ধরে খেলতে পারে। ভেবেচিন্তে কথা বলবেন আপনি।’

আরেকজন স্মিথের কেন দলে থাকা দরকার সেই ব্যাখ্যা দিতে গিয়ে টুইট করেছেন এভাবে, ‘ওয়ার্নার, ফিঞ্চ, ম্যাক্সওয়েল, স্টয়নিস সবাই হার্ডহিটার। এই হার্ডহিটারদের মধ্যে স্মিথের মতো ধরে খেলার মতো কাউকে দরকার।’

চার ব্যাটারই এক অংকে আউট হয়েছিলেন, যেখানে স্মিথ করেন ৫ বলে ১ রান। সবাইকে বাদ দিয়ে শুধু স্মিথকেই কাঠগড়ায় দাঁড় করানোয় ভক্তদের রোষানলে পড়েন ওয়ার্ন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর