১ নভেম্বর, ২০২১ ২১:০৮

সৌভাগ্যক্রমে আমি সোশ্যাল মিডিয়ায় নেই : ডোমিঙ্গো

অনলাইন ডেস্ক

সৌভাগ্যক্রমে আমি সোশ্যাল মিডিয়ায় নেই : ডোমিঙ্গো

বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি

সুপার টুয়েলভে টানা ৩ ম্যাচ হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত! এমন অবস্থায় টাইগারদের বাজে খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সমালোচনা হচ্ছে না। সঙ্গে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়েও চলছে সমালোচনা।

কিন্তু এসব সমালোচনা গায়ে মাখেন না ডোমিঙ্গো। কারণ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেই নেই। শুধু তাই নয় সংবাদমাধ্যমও বেশি পড়েন না তিনি। তাই এসব সমালোচনা তার দেখার সুযোগই নেই। বিষয়টি তিনি নিজেই জানালেন।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এই ম্যাচের আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘সৌভাগ্যক্রমে আমি সোশ্যাল মিডিয়ায় নেই। সংবাদমাধ্যমও পড়ি না খুব একটা। যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলাম, মাছ ধরার দিকেই নজর ছিল, ক্রিকেট নয়। আমি তাই জানি না, সেখানে কী বলাবলি হচ্ছে এখন।’

‘বিশ্বকাপের শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চাই,’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকব।’

 বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর