১ নভেম্বর, ২০২১ ২৩:৪৩

টানা চতুর্থ জয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

টানা চতুর্থ জয়ে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সংগৃহীত ছবি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন জস বাটলাম। সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে তিনি ৬৭ বলে ৬টি চার সমান সংখ্যক ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন। এটা ছিল বাটলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অন্যদিকে চতুর্থ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। 

জিততে শ্রীলঙ্কাকে করতে হতো ১৬৪ রান। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি দলটি। দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর দলীয় ৩৩ রান যোগ করতে হারায় আরও দুই উইকেট। পাওয়ার প্লে'র ৬ ওভারের মধ্যেই প্রথন তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে উইকেট রান করে লঙ্কানরা। ফলে রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ের ফলে এবারের বিশ্বকাপের আসরে টানা চতুর্থ জয় পেল ইংল্যান্ড আর একই সঙ্গে সেমিফাইনালে সবার আগে নিজেদের নিশ্চিত করলো ইয়ন মর্গ্যানরা।

এদিন, টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ওয়ানিন্দু হাসারাঙ্গার অসাধারণ বোলিংয়ে চাপে পড়ে। ওপেনার জেসন রয়কে ৯ রানে বোল্ড করার পর শূন্য রানে জনি বেয়ারস্টোকে ফেরান এই লেগস্পিনার। মাঝে দুশমন্থ চামিরার বলে বোল্ড হন ডেভিড মালান। তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক ইয়ান মরগানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১২ রান করেন জস বাটলার। মরগান হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হলেও অবিচল থাকেন বাটলার। মরগান ৩৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন। দুর্দান্ত ব্যাটিং করা বাটলার ৬৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন। হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট তুলে নেন। চামিরা পান একটি উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ রান করে দলের সম্ভাবনা জাগান অধিনায়ক দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। হাসারাঙ্গা ২১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে বিদায় নেন। আর শানাকা ২৫ বলে ২৬ রান করে রান আউট হন। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ, ক্রিস জর্ডান ও মঈন আলী ২টি করে উইকেট পান। ম্যাচ সেরা নির্বাচিত হন সেঞ্চুরি করা জস বাটলার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর