২ নভেম্বর, ২০২১ ০৯:৪৮

টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান অধিনায়ক মরগান

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান অধিনায়ক মরগান

প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের ম্যাচে ২৬ রানে শ্রীলঙ্কাকে হারায় ইংলিশরা। আর এ জয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ইয়ন মরগান হয়ে গেলেন নাম্বার ওয়ান। সবচেয়ে সফল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার শ্রীলঙ্কাকে ২৬ রানে হারায় ইংল্যান্ড। এটা ছিল অধিনায়ক মরগানের ৪৩তম জয়। এর মধ্য দিয়ে ৪২টি করে জয় পাওয়া অধিনায়ক ধোনি ও আসগর আফগানকে পেছনে ফেলেন তিনি।

মরগান ইংল্যান্ডকে ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৩টিতে জয় পেয়েছেন। ধোনি ভারতকে ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২টিতে জয় পেয়েছিলেন।

ইংল্যান্ডের হয়ে ৬৮ ম্যাচে মরগান রান করেছেন ২ হাজার ৩৬৭টি। আর ২২৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৬ হাজার ৯৫৭ রান।

মরগান তার ক্যারিয়ার শুরু করেন আয়ারল্যান্ডের হয়ে। তবে ২০১২ সাল থেকে তিনি ইংল্যান্ডের হয়ে খেলছেন। ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর