২ নভেম্বর, ২০২১ ২১:০৬

বাবরের হাফসেঞ্চুরি, ভালো স্কোরের পথে পাকিস্তান

অনলাইন প্রতিবেদক

বাবরের হাফসেঞ্চুরি, ভালো স্কোরের পথে পাকিস্তান

ফাইল ছবি

শুরুতে নামিবিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকলেও ক্রমেই ভালো স্কোর গড়তে রানের খাতা লম্বা করেন পাকিস্তানের ওপেনিং জুটি। এরই মধ্যে ৪৯ বলে ৭০ রান করে ক্রিজ ছেড়েছেন বাবর আজম। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৫ ওভার চার বলে ১২২ রান করেছে দলটি।

এর আগে, সুপার টুয়েলভ পর্বে তিন খেলায় জয়ী হয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পাকিস্তান। আজ দুর্বল নামিবিয়ার বিপক্ষে সে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাবর আজমের দল। মঙ্গলবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

এর আগে, ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে পাকিস্তান। সেই তিন ম্যাচেই তারা জিতেছে পরে ব্যাটিং করে। তবে এবার নামিবিয়ার বিপক্ষে বেরিয়ে এলো সেই ধারা থেকে। টস জিতে আগের তিন ম্যাচের মতো ফিল্ডিং না নিয়ে ব্যাটিং নিয়েছে বাবর আজম বাহিনী।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর