৩ নভেম্বর, ২০২১ ২১:১৫

রোহিত-রাহুলের অর্ধশতকে বড় সংগ্রহের পথে ভারত

অনলাইন ডেস্ক

রোহিত-রাহুলের অর্ধশতকে বড় সংগ্রহের পথে ভারত

আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। এরইমধ্যে অর্ধশতক তুলে নিয়েছে রোহিত ও রাহুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে ভারত। রোহিত ৭৪ এবং রাহুল ৬৯ রান করে আউট হয়েছেন।

এর আগে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। যেখানে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। 

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ টুয়ের ম্যাচে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে চিন্তিত ভারতীয় শিবিরে দুটি পরিবর্তন এসেছে। ইশান কিষানের বদলে ফিরেছেন সূর্যকুমার যাদব, আর স্পিনার বরুণ চক্রবর্তীর পরিবর্তে এসেছেন অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন।

আফগান শিবিরেও পরিবর্তন এসেছে। আগের ম্যাচে অবসর নেওয়া আসগর আফগান ও চোটে বাদ পড়েছেন মুজিব উর রহমান। দলে এসেছেন সরফউদ্দিন আশরাফ।

ভারত নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে। তাদের বাকি তিন ম্যাচ শুধু জিতলেই চলবে না। তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। অন্যদিকে আফগানরা ৩ ম্যাচ খেলে দুটিতে জিতে এখনও শক্ত অবস্থানে রয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর