৪ নভেম্বর, ২০২১ ১৬:২০

আজও টাইগারদের ২০ ওভার খেলা নিয়ে শঙ্কা

অনলাইন প্রতিবেদক

আজও টাইগারদের ২০ ওভার খেলা নিয়ে শঙ্কা

ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন লিটন। এরপরই ফিরলেন সৌম্য। এরপর মুশফিক। যেন ফিরে আসার মিছিল শুরু হলো। বিকাল ৫টা পর্যন্ত ১২ ওভার ২ বল শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৬৫ রান। ফলে আজও টাইগারদের ২০ ওভার লেখতে পারা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভার খেলতে পারেনি টাইগাররা। ১৮ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সেদিন মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার স্বপ্ন ভাঙার সুযোগ তাদের সামনে।

আজকের ম্যাচটি আবার আসরে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচটি জিতে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগাররা। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহবাহিনী। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর