৪ নভেম্বর, ২০২১ ১৬:৪২

টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়

অনলাইন ডেস্ক

টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়

পেস বা স্পিন- কিছু যায় আসে না। ফুলটাইম বোলার বা পার্টটাইম- তাতেও কিছু যায় আসে না। বাংলাদেশ ব্যাটসম্যানরা আউট হওয়ার উপায় বের করছেন ঠিকই। ৭ ওভারে ৩৬ রানে ৫ উইকেট নেই টাইগারদের।  এ টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৮টি উইকেট বাংলাদেশ হারিয়েছে প্রথম ৬ ওভারের মধ্যেই, যে কোনো দলের মধ্যে যা সর্বোচ্চ।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন লিটন। এরপরই ৫ রানে ফিরেন সৌম্য। তাদের দেখানো পথেই মাত্র এক রান করে ফিরেন মুশফিক রহীম। পর পর পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সাঝঘরে ফিরেছেন লিটন, নাঈম, সৌম্য, নাঈম, আফিফ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার স্বপ্ন ভাঙার সুযোগ তাদের সামনে।

ম্যাচটি আবার আসরে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচটি জিতে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগাররা। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামেছে মাহমুদউল্লাহবাহিনী।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর