৪ নভেম্বর, ২০২১ ১৮:২৪

টাইগারদের হারাতে অস্ট্রেলিয়ার মাত্র ৩৮ বল লাগলো

অনলাইন প্রতিবেদক

টাইগারদের হারাতে অস্ট্রেলিয়ার মাত্র ৩৮ বল লাগলো

সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৮ বল খেলে টাইগারদের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল মাত্র ৭৩ রান। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ ওভার ২ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফলে দলটির কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। অ্যারন ফিঞ্চকে ফেরান তাসকিন আহমেদ। অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রান করেন। আর ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১৮ রানে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। 

এর আগে, প্রথম ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়া শুরু হয় টাইগারদের। তৃতীয় বলে শূন্য রানে আউট হন লিটন। এরপরই ফিরেন সৌম্য সরকার। তারপর মুশফিকুর রহিম। তাদের দেখানো পথে নাঈম-আফিফসহ বাকিরাও ফিরে যান। ফলে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ টিম।  

এ নিয়ে টি-টোয়েন্টির চলতি আসরের সবগুলো ম্যাচই হারলো টাইগাররা। এর আগে, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভার খেলতে পারেনি টাইগাররা। ১৮ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সেদিন মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর