৫ নভেম্বর, ২০২১ ১৫:০৬

হারের পর জরিমানাও গুনলো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

হারের পর জরিমানাও গুনলো ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

শ্রীলঙ্কার কাছে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) কাছে ২০ রানে হেরে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ম্যাচে আগে ব্যাট করে ১৮৯ রান করেছিল লঙ্কানরা। জবাবে শিমরন হেটমায়ারের অপরাজিত ৮১ রানের পরও ১৬৯ রানে থেমেছে ক্যারিবীয়দের ইনিংস। 

সুপার টুয়েলভে চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। আর তৃতীয় পরাজয়ের ম্যাচটি হেরে এবারের আসর থেকে শুধু বিদায়ঘণ্টাই বাজেনি, পুরো দলকে গুনতে হয়েছে জরিমানাও। স্লো ওভার রেটের কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন দিয়েছেন ম্যাচ ফি এর ২০ শতাংশ কেটে রাখার শাস্তি।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল কাইরন পোলার্ডের দল। তাই আইসিসির নিয়ম অনুযায়ী দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে কেটে নেয়া হয়েছে ২০ শতাংশ করে। এর বিপরীতে কোনো আপিল করেননি ক্যারিবীয় অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক শুনানিরও প্রয়োজন পড়েনি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর