৫ নভেম্বর, ২০২১ ১৫:০৬

ভারতের স্কটিশ পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক

ভারতের স্কটিশ পরীক্ষা আজ

দীর্ঘ ১৪ বছর পর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে  ভারত ও স্কটল্যান্ড। ১৪ বছর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হওয়ার কথা ছিল ভারত-স্কটল্যান্ডের। কিন্তু বৃষ্টি কারণে খেলাই হলো না। একই বছর ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। ওটাই প্রথম, এখন পর্যন্ত ওটাই শেষ।   

দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টা থেকে শুরু হবে দুই দলের মধ্যকার এই ম্যাচ।

আজ ভারতের জন্য লড়াই সেমিফাইনালে উঠার সম্ভাবনা থাকলেও ভাগ্য তাদের হাতে নেই। নজর রাখতে হবে অন্যদের হারের দিকে। বিশেষ করে নিউজিল্যান্ডের। আজ নামিবিয়ার বিপক্ষে কিউইরা হারলেই সম্ভাবনার পথটা আরও উজ্জ্বল হয়ে যাবে কোহলিদের। কিন্তু নিজেদের কাজে কোনো ত্রুটি থাকলেই ওলট-পালট হয়ে যেতে পারে সবকিছু। 

পরপর দুই ম্যাচে হারের পর পরশু আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে মিলে স্বস্তির জয়। আজ একইভাবেও কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে স্কটল্যান্ডকে হারাতে চাইবে তারা। তাই তো তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও স্কটল্যান্ড ভারতের অন্যতম কঠিন পরীক্ষার নাম।

 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর