৫ নভেম্বর, ২০২১ ১৭:৩৮

নামিবিয়াকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড

অনলাইন প্রতিবেদক

নামিবিয়াকে ১৬৪ রানের চ্যালেঞ্জ দিল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নামিবিয়াকে ১৬৪  রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

নামিবিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে গিয়েছিল সেমিফাইনালের দৌড়ে থাকা কিউইরা। তবে শেষে সেই চাপ কাটিয়ে বড় সংগ্রহ করেছেন তারা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কিউইদের দলীয় রান ১৬৩।  

শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল। ৪ ওভার কোনো উইকেট না হারিয়ে খেললেও, পঞ্চম ওভারের প্রথম বলেই মার্টিন গাপ্টিলকে ফেরান রুবেন ট্রাম্পেলম্যান। ৫ ওভারে কিউইদের স্কোর ছিল ১ উইকেটে ৩৬। ১০ ওভারে ২ ওপেনারের উইকেট হারিয়ে কিউইরা তুলেছিল ৬২ রান। শেষ ১০ ওভারে ১০১ রান করে নিউজিল্যান্ড।

খেলা যখন ৫ ওভারের বাকি। তখন ১৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিউইদের রান ছিল ৯১। শেষ ৫ ওভারে জেমস নিশাম ও গ্লেন ফিলিপস জুটিতে স্কোরবোর্ডে ৭২ রান যোগ করে নিউজিল্যান্ড।

আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিউজিল্যান্ডের। ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ভারতের কাছে। এ ম্যাচভাগ্যের ওপর নির্ভর করছে কোহলিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ। তবে নামিবিয়ার কাছে এ ম্যাচ কেবল আনুষ্ঠানিকতার। তিন ম্যাচ হের বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর