৫ নভেম্বর, ২০২১ ২০:১২

পয়েন্ট তালিকায় ২ নম্বরে উঠে এল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

পয়েন্ট তালিকায় ২ নম্বরে উঠে এল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এগিয়ে গেল নিউজিল্যান্ড। শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১১ রান করতে সমর্থ হয় নামিবিয়া। ৫২ রানের সহজ জয়ে পয়েন্ট তালিকায় তিন থেকে দুই নম্বরে উঠে এলো নিউজিল্যান্ড।

অন্যদিকে, ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পাকিস্তান। এছাড়া ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আফগানিস্তান। আর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে ভারত। ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয়লাভ করে, অন্যদিকে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তারে পয়েন্ট সমান ৬ হবে। তখন রান রেটে এগিয়ে থাকা দলটি পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে। 

তবে নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে ভারত শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও কোনো কাজ হবে না। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড। তখন সেমির আগেই বাদ পড়ে যাবে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। 

এদিকে, নিউজিল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচের পর শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে টিমি ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতকে আজ স্কটল্যান্ড ও পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়লাভ করতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর