৮ নভেম্বর, ২০২১ ০১:১৫

বাটলারকে ছাড়িয়ে শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর

অনলাইন ডেস্ক

বাটলারকে ছাড়িয়ে শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। বাবর আজম ব্যাটিংয়ে নামা মানেই যেন একটি ফিফটি। পাঁচ ম্যাচে তিনি ৬৮*, ৯, ৫১, ৭০ রানের পর গ্রুপের শেষ ম্যাচে খেলেছেন ৬৬ রানের ইনিংস।

রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ বল খেলে ৫টি চার ও তিনটি ছক্কায় বাবর খেলেন ৬৬ রানের ঝকঝকে ইনিংস।

এ নিয়ে আসরে পাঁচ ম্যাচে অংশ নিয়ে ৪টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ২৬৪ রান করেন বাবর আজম। বাবরের সমান পাঁচ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে ২৪০ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।

২৩১ ও ২২১ রান করে তৃতীয় ও চতুর্থ পজিশনে আছেন শ্রীলংকার তারকা ব্যাটসমান চারিথ আসালঙ্কা ও পাথুম নিশাঙ্কা। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহে পঞ্চম পজিশনে আছেন পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি পাঁচ ম্যাচে ২ ফিফটিতে ২১৪ রান করেছেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর