১১ নভেম্বর, ২০২১ ২০:৪৬

ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের : ব্রায়ান লারা

অনলাইন ডেস্ক

ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের : ব্রায়ান লারা

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আজ জয় পেলেই রবিবার নিউজিল্যান্ডকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে বাবর আজমরা। 

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচের সময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেন, অস্ট্রিলিয়া খুবই বিপজ্জনক দল। ওদের হাতে শক্তিশালী লাইনআপ রয়েছে এবং ওরা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। 

টুইট বার্তায় ক্যারিবীয় কিংবদন্তি আরও বলেন, পাকিস্তান ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত। অজিদের আটকে রেখে ফাইনালে যাওয়ার ক্ষমতা রয়েছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানই একমাত্র দল যারা গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছে। সুপার টুয়েলভে তারা হারিয়ে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর