শিরোনাম
১৩ নভেম্বর, ২০২১ ১১:০৩

ফাইনালে প্রথমে ব্যাটিং নাকি ফিল্ডিং? মুখ খুললেন অজি কোচ

অনলাইন ডেস্ক

ফাইনালে প্রথমে ব্যাটিং নাকি ফিল্ডিং? মুখ খুললেন অজি কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেন্যু দুবাইয়ে ১২টি ম্যাচের ১১টি জিতেছে পরে ব্যাট করা দল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়ে ১৭৭ রানের লক্ষ্য ছুঁয়েছে এক ওভার হাতে রেখে। 

আগামী রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে অজিরা। এই ম্যাচেও টস হবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তবে প্রথমে ব্যাট কিংবা বোলিং যাই হোক না কেন জয়ের মানসিকতা নিয়ে খেলবে তারা।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের রাতে টস জিতে ব্যাটিং নেওয়ার পরিকল্পনা নাকি ছিল অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের। এই প্রসঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘ফিঞ্চি আসলে গত রাতে ব্যাটিং নেওয়ার চিন্তা করেছিল কারণ এটা বড় একটা ফাইনাল ছিল, কিন্তু অন্যরা তাকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে বলেছিল।’

অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘পরিসংখ্যানকে ফেলে দিতে পারি না। ফাইনালে তো এটা যে কোনো দিকে যেতে পারে, গতকাল (বৃহস্পতিবার) দেখেছেন কতটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মানসিকতা এমন যে আমরা প্রথমে ব্যাট কিংবা বোলিং যাই করি না কেন, যে কোনো পরিস্থিতি থেকে আমরা জিততে পারি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর