৫ অক্টোবর, ২০২২ ১৬:২১

বুমরার বদলে ভারতের বিশ্বকাপ দলে কে?

অনলাইন ডেস্ক

বুমরার বদলে ভারতের বিশ্বকাপ দলে কে?

ফাইল ছবি

যশপ্রীত বুমরার জায়গায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে কে সুযোগ পাবেন? এটাই এখন ভারতীয় ক্রিকেটে সব থেকে বড় প্রশ্ন। এই দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের কথায় তেমনই ইঙ্গিত।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর তিনি বলেন, বুমরার বদলি কে হবে, সেটা ঠিক করার জন্য আমাদের হাতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। অবশ্যই শামির কথা আমরা ভাবছি। ও তো এমনিতেই স্ট্যান্ড বাই হিসেবে রয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার, ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা খেলতে পারল না। সেটা হলে আমরা এখনই বুঝতে পারতাম, ও ঠিক কী অবস্থায় রয়েছে। আপাতত ও জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছে। আমরা সেখানকার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। দেখতে হবে কোভিড আক্রান্ত হওয়ার ১৪-১৫ দিন পরে ও কেমন আছে। এগুলো জানার পরেই আমরা বুমরার বদলি কে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।

দ্রাবিড়ের কথাতেই স্পষ্ট, শামির জন্য ভারতীয় দল একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে। রোহিত শর্মারা এখন শামির সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

বুমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না, তা গত সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। পিঠের চোটের জন্য আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। তবু আশায় ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। কিন্তু সেই সম্ভাবনা আর নেই। সোমবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না বুমরা।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর