৮ অক্টোবর, ২০২২ ০৬:৩৯

বিশ্বকাপের আগেই জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগেই জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়লেন ক্লুজনার

ল্যান্স ক্লুজনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের একটু বেশি সময় বাকি থাকতে দলের কোচিং স্টাফে পরিবর্তন আনতে হচ্ছে জিম্বাবুয়েকে। হুট করেই ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

জিম্বাবুয়ে ক্রিকেট শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, বিশ্বের অন্যান্য জায়গায় কাজ করার ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লুজনার। দুই পক্ষের সমঝোতায় শেষ হয়েছে তাদের সম্পর্ক।

গত মার্চে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ফেরেন ক্লুজনার। এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির ব্যাটিং কোচ হিসেবেই কাজ করেছিলেন তিনি।

বিপিএলে ২০১৯ আসরে রাজশাহী কিংস ও সবশেষ আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন ক্লুজনার। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৯ থেকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের দল জিম্বাবুয়ের অভিযান শুরু পরদিন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ ও ২১ অক্টোবর তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর