১৪ অক্টোবর, ২০২২ ১০:৪৮

শেষের দিকে ওভারে ১০ রান করা শিখতে হবে!

অনলাইন ডেস্ক

শেষের দিকে ওভারে ১০ রান করা শিখতে হবে!

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দলের সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম দলের কম্বিনেশন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ হারলেও দুটিতেই জয়ের সুযোগ ছিল বলে জানান শ্রীরাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে জয়ের জন্য সবকিছু একত্রিত করতে হবে। পাকিস্তানের বিপক্ষে আমাদের দুটি সুযোগ ছিল। প্রথম খেলায় আমাদের শেষ দশ ওভারে ১০০ রান করতে হয়েছিল এবং এই খেলায় শেষ দশ ওভারে ১০০ রান রক্ষা করতে হয়েছিল। আমরা কাছাকাছি এসেছি। উভয় খেলায় অল্প ব্যবধান। তবে এগুলো থেকে শেখার বিষয় রয়েছে। ভালো দল ম্যাচের শেষার্ধে এক ওভারে দশ রান স্কোর করে বা রক্ষা করে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শ্রীরাম আরও বলেন, ‘আপনি এটিকে পরীক্ষা হিসেবে দেখছেন। কিন্তু আমরা এটিকে কম্বিনেশন হিসেবে দেখছি। আমরা এখান থেকে জানব কোনো খেলোয়াড় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কীভাবে সাড়া দেন। আমি মনে করি আমরা বেশ কিছুটা শিখেছি। আমরা বিভিন্ন দলের বিপক্ষে আমাদের কম্বিনেশন সম্পর্কে খুব পরিষ্কার। সব বিকল্প প্রস্তুত রাখতে হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর