১৬ অক্টোবর, ২০২২ ০৯:৩০

বিশ্বকাপের চেয়ে বুমরাহর ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ: রোহিত

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের চেয়ে বুমরাহর ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ: রোহিত

ইনজুরির কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যান ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। তার পরিবর্তে ভারতের বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে মোহাম্মদ শামিকে।

শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত হয় বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের সাক্ষাৎপর্ব ও অফিসিয়াল ফটোশ্যুট। তার আগে রোহিত শর্মা বুমরাহর ইনজুরির বিষয়ে বলেছেন, ‘তার ইনজুরি নিয়ে আমরা একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। কিন্তু কারও কাছ থেকেই আমরা ইতিবাচক সাড়া পাইনি তার বিষয়ে। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ক্যারিয়ার। তার বয়স মাত্র ২৭-২৮। তার সামনে এখনো অনেক সময় পড়ে আছে।’

‘সুতরাং তার বিষয়ে আমরা এই ধরনের কোনো ঝুঁকি নিতে চাই না। সব বিশেষজ্ঞই একই মত দিয়েছেন এ ব্যাপারে। তার সামনে এখনো অনেক সময় পড়ে আছে। সে আরও অনেক খেলতে পারবে, ভারতকে অনেক ম্যাচ জেতাতে সাহায্য করতে পারবে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তাকে আমরা খুব মিস করবো।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর