১৭ অক্টোবর, ২০২২ ১২:৪৮

মুনসির ব্যাটিং দাপট; স্কটল্যান্ডের ১৬০ রান

অনলাইন ডেস্ক

মুনসির ব্যাটিং দাপট; স্কটল্যান্ডের ১৬০ রান

হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট হাতে ৫ ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে স্কটল্যান্ড। জর্জ মুনসি ও মাইকেল জোনসের উদ্বোধনী জুটিতে ছন্নছাড়া ওয়েস্ট ইন্ডিজের বোলিং। 

বৃষ্টি বিরতির পর মাঠে নেমে ৫৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর কমে যায় রানের গতি। অবশ্য মুনসি একপ্রান্ত সামলে এগিয়ে নিতে থাকেন দলকে। ৪৩ বলে পেয়ে যান অষ্টম হাফ সেঞ্চুরি।

শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মুনসি। তবে ১৯তম ওভারে রিভিউ নিয়ে বেঁচে যান স্কটল্যান্ডের ওপেনার। তখন ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। আরেকবার তার বিরুদ্ধে এলবিডব্লিউর আপিল করে আম্পায়ারের সাড়া না পেলে রিভিউ নিয়ে তা হারায় উইন্ডিজ। 

শেষ ওভার চার মেরে শুরু, শেষ দুই বলও সীমানাছাড়া করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ৫৩ বলে ৯ চারে মারা ৬৬ রান স্কটল্যান্ডকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। ষষ্ঠ উইকেটে মুনসির সঙ্গে ২১ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়তে সঙ্গী ছিলেন ক্রিস গ্রিভস। ১১ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর