১৭ অক্টোবর, ২০২২ ১৮:২১

‘হারেই প্রমাণ, বাংলাদেশ বড় দল’

অনলাইন ডেস্ক

‘হারেই প্রমাণ, বাংলাদেশ বড় দল’

শিরোনামে একটু খটকা লাগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা যারা দেখেছেন, তারা নিশ্চয়ই বিষয়টা আঁচ করতে পারছেন। কারণ এই পর্ব শুরুই হয়েছে একরকম কথিত অঘটন দিয়ে।

কথিত অঘটন এই জন্য বলা কারণ, নামিবিয়া এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তা নিজেদের যোগ্যতায়। মাঠের খেলা বলছে দাপটের সাথেই লঙ্কান সিংহদের কুপোকাত করেছে নামিবিয়ার চিতারা।

একই পর্বের তৃতীয় ম্যাচেও আরেক কথিত অঘটন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্টেইন্ডিজকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড।

আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচে হারার পরও তাই নেটিজেনরা মজা নিতে ছাড়ছেন না। তারা বলছেন, ‘হারেই প্রমাণ বাংলাদেশ বড় দল! কারণ এবার অঘটনে বড়রাই হারছে।’

এই মজার মাঝেও আছে আসলে একটা গভীর বেদনাবোদ। কারণ এতোদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বাংলাদেশ বিনা লড়াইয়ে আফগানদের কাছে এমন অসহায় আত্মসমর্পণ করবে এটা মেনে নেওয়া অধিকাংশ ক্রিকেট ভক্তদের জন্য কষ্টকর ও দুঃসহ।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর