২০ অক্টোবর, ২০২২ ১৭:৪৮

বিশ্বকাপে প্রথম জয় আমিরাতের, তবে নামিবিয়ার সঙ্গে নিজেরাও বিদায়

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে প্রথম জয় আমিরাতের, তবে নামিবিয়ার সঙ্গে নিজেরাও বিদায়

দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ের সঙ্গে সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের। যে কারণে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু নামিবিয়ার জন্য তা ছিল গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলেই সুপার টুয়েলভে চলে যেত দেশটি।

তবে তাদের সেই স্বপ্ন পূরণ হতে দিল না আরব আমিরাত। নিজেদের সঙ্গে নামিবিয়ার বিদায়ও নিশ্চিত করলো তারা। যদিও আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় আরব আমিরাত। 

জিলংয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মোহাম্মদ ওয়াসিম, ৪১ বলের মোকাবেলায়। এছাড়া অধিনায়ক সিপি রিজওয়ান ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন বাসিল হামিদ। 

নামিবিয়ার পক্ষে একটি করে উইকেট শিকার করেন ডেভিড ভিসা, বার্নার্ড স্কলটজ ও বেন শিকঙ্গো।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় পুঁজি দুই অঙ্কে পৌঁছাতেই প্রথম উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। দলীয় ৫০ রানের মধ্যে বিদায় ঘটে ৫ ব্যাটারের। বিপর্যয় সামাল দিতে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ।

৭ নম্বরে নামা ডেভিড ভিসা উইকেটে থিতু হয়ে চড়াও হন আরব আমিরাতের বোলারদের ওপর। ফলে খাদের কিনারা থেকে উঠে এসে একসময় জয়ের স্বপ্ন দেখতে থাকে নামিবিয়া। তবে শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ভিসা করেন ৫৫ রান। ৩৬ বলের মোকাবেলায় হাঁকান ৩টি করে চার-ছক্কা। রুবেন ট্রাম্পেলমান ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়া আরব আমিরাতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন বাসিল হামিদ ও জাহুর খান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর