২৩ অক্টোবর, ২০২২ ০৭:৫৫

অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক

অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ফাইল ছবি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম খেলা ২৪ অক্টোবর। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এর একদিন আগে এলো দুঃসংবাদ। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান চোট পেয়েছেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। তবে আঘাত গুরুতর নয়। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে গতকাল শনিবার ব্রিসবেন থেকে হোবার্টে পৌঁছে যায় বাংলাদেশ দল। যদিও শনিবার বৃষ্টির বাঁধায় অনুশীলন করতে পারেনি দল। রবিবারও বৃষ্টির শঙ্কা ছিল। তবে বৃষ্টি না থাকায় অনুশীলনে নামে টাইগাররা। এই অনুশীলনেই হাঁটুতে চোট পান সাকিব।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড 

সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর