২৩ অক্টোবর, ২০২২ ০৯:১৬

পরিস্থিতি যেমনই হোক, আমরা প্রস্তুত: বাবর

অনলাইন ডেস্ক

পরিস্থিতি যেমনই হোক, আমরা প্রস্তুত: বাবর

বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ! বলা যায়, মেলবোর্নে আজ মহাযুদ্ধ। কারণ ভারত-পাকিস্তান লড়াই আজ। তবে এই ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা নিয়ে যতটা না কথা হচ্ছে তার চেয়ে ঢের বেশি আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বৈরী আবহাওয়া নিয়ে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকালে মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ ভাগ। খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে খেলা মাঠে গড়ালেও ‘কার্টেল ওভার’ হতে পারে। তাই দুই দলই প্রস্তুতি নিচ্ছে ‘কার্টেল ওভার’ এর। 

কার্টেল ওভারের প্রস্তুতি সম্পর্কে গতকাল ম্যাচপূর্ব কনফারেন্সে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আবহাওয়া তো আমাদের হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে চাই পুরো ৪০ ওভারের খেলা হোক। অনেক মানুষ এই ম্যাচটির জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি যেমনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া নিয়ে ভাবছি। কখন কি হচ্ছে তা জানার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এখনো তো মেলবোর্নে সূর্যের আলো দেখতে পাচ্ছি। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখি আকাশে মেঘ। আগামীকাল (আজ) এখানে কি হচ্ছে যাচ্ছে কিছুই জানি না। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ক ঠান্ডা রাখা। প্রস্তুতি থাকবে ৪০ ওভারের জন্য। তারপর অবস্থা যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও সমস্যা নেই।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর