২৪ অক্টোবর, ২০২২ ১০:৫৫

লিটন-সাকিবের বিদায়ে বিপাকে টাইগাররা

অনলাইন ডেস্ক

লিটন-সাকিবের বিদায়ে বিপাকে টাইগাররা

হোবার্টের বেলেরিভ স্টেডিয়ামে আজ সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের কঠিন ব্যারিয়ার টপকে আসা নেদারল্যান্ডস। 

সোমবার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা দেখে-শুনে করলেও চমক দেখাতে পারেনি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি। ১৪ বলে ১৪ রান করে পল ফন মিকেরেনের বলে বাস ডি লিডির হতে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। এরপর টিম প্রিঙ্গলের বলে লোগান ফন বিকের তালুবন্দী হন শান্ত। ৪টি চারে ২০ বলে ২৫ রান করেন এই টাইগার ওপেনার। 

এরপর তিন রানের ব্যবধানে আউট হন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হাফ সেঞ্চুরি করা লিটন দাসকে নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ করতে পারলেন না তিনি। তিনে নেমে মাত্র ১১ বলে ৯ রান করে বিদায় নেন লিটন।

নবম ওভারে লোগান ফন বিকের বলে মিড অফে টম কুপারকে ক্যাচ দেন লিটন। সাকিব আল হাসানের সঙ্গে মাত্র ১৩ রানের জুটি ছিল তার। দলীয় ৬০ রানে বিদায় নেন লিটন। এরপর ৩ রান যোগ হতেই সাকিব ডিপ মিড উইকেটে বাস ডি লিডের ক্যাচ হন। মাত্র ৯ বলে ৭ রান করেন তিনি। শারিজ আহমেদ দশম ওভারের প্রথম বলে তাকে ফেরান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর