২৪ অক্টোবর, ২০২২ ১৮:২৭

বৃষ্টিতে কপাল পুড়ল প্রোটিয়াদের

অনলাইন ডেস্ক

বৃষ্টিতে কপাল পুড়ল প্রোটিয়াদের

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টি বিঘ্নিত দিনের দ্বিতীয় ম্যাচে ৯ ওভারের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৭৯ রান তুলে জিম্বাবুয়ে।

জয়ের জন্য ৯ ওভারে ৮০ রান করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে খেলা শুরুর কিছুক্ষণ পর আবারও হানা দেয় বৃষ্টি। তাতে খেলা নেমে আসে ৭ ওভারে। তখন প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৬৪ রান। ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে ৫১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ডি কক ১৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জয়ের সন্নিকটে যখন প্রোটিয়ারা। ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা বাতিল ঘোষণা করে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়। পয়েন্ট ভাগাভাগিতে কপাল পুড়লো প্রোটিয়াদের।

এর আগে বৃষ্টির কারণে ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের টপঅর্ডারকে নাকাল করে ছাড়েন রাবাদা-পারনেলরা। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক আরভিন (২), রেগিস চাকাভা (৮), শন উইলিয়ামস (১), সিকান্দার রাজা (০)।

তবে ওয়েসলে মাদভেরে এরপর দুর্দান্ত ব্যাটিং করে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন দলকে। ১৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। মিলটন শাম্বা করেন ১৯ বলে ১৯।

দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি ২০ রানে নিয়েছেন ২টি উইকেট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর