২৬ অক্টোবর, ২০২২ ০৮:৫৩

আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক

আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত এক দেশ থেকে উঠে আসা দল। ছাইয়ের ভিতরের আগুনের মতোই তারা জ্বলে ওঠে প্রায়ই। প্রতিপক্ষকে সেই আগুনে পুড়িয়ে দেয়। তবে আফগানরা এবার সুবিধা করতে পারছে না খুব একটা। আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে সরাসরি খেললেও প্রথম ম্যাচে তারা হেরেছে ইংল্যান্ডের কাছে। প্রথম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পাওয়া আফগানরা আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে কিউইরা স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৮৯ রানের বড় ব্যবধানে।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দারুণ স্মৃতি থাকার পরও আজ কঠিন পরীক্ষাই হতে পারে নিউজিল্যান্ডের। আফগানিস্তানের স্পিন আক্রমণ সামলাতে হবে তাদেরকে। আফগান পরীক্ষায় কি উতরে যেতে পারবেন কেন উইলিয়ামসনরা! অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত শেষ করা যাবে কি না তাই নিয়ে আছে সংশয়। 

অস্ট্রেলিয়ান সরকারের আবহাওয়া বিভাগ বলছে, আশি শতাংশ সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। তাদের সংশয় সত্যি হলে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটা বৃষ্টিতে ভেসে যেতে পারে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর