২৬ অক্টোবর, ২০২২ ০৯:৪০

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার ফেবারিটের তালিকায় থেকেই খেলছে। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। 

অন্যদিকে আইরিশরা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় স্বীকার করেছে ৯ উইকেটে। সেমিফাইনাল খেলার জন্য আজ ইংল্যান্ডের জয় প্রয়োজন। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই আইরিশদেরও।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জস বাটলারের সঙ্গে টস করতে নামেন অ্যান্ডি বালবিরনি। টস জিতলেন জস বাটলার এবং জিতেই তিনি সিদ্ধান্ত নিলেন ফিল্ডিংয়ের। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন আয়ারল্যান্ডকে।

তবে মেলবোর্নের আকাশ মেঘে ঢাকা। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বন্ধ হয়ে যেতে পারে খেলা। এ কারণেই মূলতঃ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার, যাতে বোলিংয়ে শুরুতে আইরিশদের কম রানে বেধে রাখা যায়। তাহলে রান তাড়া করতে সহজ হবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর