২৬ অক্টোবর, ২০২২ ১৩:৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক- তাই টস জিতে শুরুতে ব্যাট করেনি ইংল্যান্ড। আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫৭ রানে গুটিয়েও দিয়েছিল ইংলিশরা। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জস বাটলারের দল। রানের খাতা খোলার আগেই বাটলারকে হারানো ইংল্যান্ডের ৬৭ রানেই নেই চার উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ বলে ১৪ রান করে বিদায় নেন স্টার্লিং। এরপরই প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। টেকারকে সঙ্গে নিয়ে দ্বিতীয় জুটিতে ৮২ রানের চমৎকার জুটি উপহার দেন বালবির্নি। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৪ রান করেন টাকার। এরপর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হ্যারি টেক্টর।

তবুও উইকেটে থিতু ছিলেন আইরিশ অধিনায়ক। তিনি ভালো ইনিংস খেলে দিয়ে ফিরলে দ্রুত উইকেট হারাতে থাকে আইরিশরা। ফলে অধিনায়কের বিদায়ের পর দ্রুতই থেমে যায় আয়ারল্যান্ড। মাঠ ছাড়ার আগে ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৮, গ্যারেথ ডেলানি ১২* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক মেরেছেন তিনজন। ইনিংসের চার বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৫৭ রানে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর