২৭ অক্টোবর, ২০২২ ১১:১৬

প্রোটিয়াদের তাণ্ডব; বাংলাদেশের টার্গেট ২০৬ রান

অনলাইন ডেস্ক

প্রোটিয়াদের তাণ্ডব; বাংলাদেশের টার্গেট ২০৬ রান

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান।

প্রথম ওভারে তাসকিন আহমেদ ফেরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর যেন ফিরে আসছিল নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ সূচনার স্মৃতি। কিন্তু রাইলি রুসো ও কুইন্টন ডি কক বাংলাদেশের আশার আলো নিভিয়ে দিলেন ৮৫ বল ধরে ক্রিজে থেকে। ১৬৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে এনে দেন বড় সংগ্রহ।

ডি কক ৩৩ বলে হাফ সেঞ্চুরি করে ৬৩ রানে থামেন। তার ৩৮ বলের ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছয়।

আরেক প্রান্তে বিস্ফোরক ছিলেন রুসো। ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে ১০৯ রান করে মাঠ ছাড়েন। ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে সাকিব আল হাসান দ্বিতীয় উইকেট তুলে নেন। শেষ ওভারে দলীয় স্কোর দুইশ পার করে হাসান মাহমুদের শিকার হন এইডেন মার্করাম (১০)।

গত ম্যাচের সেরা খেলোয়াড় তাসকিন আহমেদ ৩ ওভারে ১ উইকেট নিয়ে সবচেয়ে বেশি ৪৬ রান দেন। সর্বোচ্চ দুটি উইকেট পান সাকিব। এছাড়া আফিফ হোসেন ও হাসান নেন একটি করে উইকেট।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর