২৭ অক্টোবর, ২০২২ ১৩:৪৯
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক

সাউদির পাশে সাকিব

অনলাইন ডেস্ক

সাউদির পাশে সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছিলেন কিউই পেসার টিম সাউদি। সেদিন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম স্থানে চলে গিয়েছিলেন তিনি।

১২৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন। তবে আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লেখালেন সাকিব।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট শিকার ছিল ১২৩। সিডনিতে আজ বৃহস্পতিবার রাইলি রুশোকে আউট করে সাকিব যুক্ত হলেন সাউদির সাথে। সাউদি এবং সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর