২৭ অক্টোবর, ২০২২ ২০:৫৭

বাবর কী পারবেন ইমরান হতে, সেমিতে যাবে পাকিস্তান?

অনলাইন প্রতিবেদক

বাবর কী পারবেন ইমরান হতে, সেমিতে যাবে পাকিস্তান?

ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছিল পাকিস্তান। জিম্বাবুয়ের সাথে স্বল্প পুঁজির ম্যাচে বাবর আজমের দল জিততে পারেনি। ১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার শঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই দল নিয়ে বাবর আজম প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে। শোয়েবের শঙ্কার মূল কারণ ছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মিডল অর্ডার। বাস্তবেও দেখা গেল মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩১ রানের টার্গেট টপকাতে পারলো না পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ হিসেব বলছে টানা ২ হার নিয়ে একেবারে পয়েন্ট টেবিলের তলানির দিকে আছে বাবর আজমের দল। এই গ্রুপে সবার শীর্ষে আছে টানা দুই ম্যাচ জেতা ভারত। এরপরেই আছে সাউথ আফ্রিকা, তারপরে জিম্বাবুয়ে। আর চারে বাংলাদেশ। ছয়ে আছে কেবল নেদারল্যান্ডস। 

১৯৯২ সালে একরকম ভাঙাচোরা কিংবা বিধ্বস্ত দল নিয়েই নাকি কেবল সাহসের জোরে বিশ্বকাপ জিতেছিলেন ইমরান খান। সেবারও ইমরান সেই দাপট দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। শিরোপা জিতিয়ে হয়েছিলেন হিরো। বাবর কী পারবেন এই বিপর্যয় সামলে ইমরানের মতো কোন মহাকাব্য লিখতে নাকি এখন কেবল বাদ পড়ার অপেক্ষা?

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর