২৮ অক্টোবর, ২০২২ ০৮:২৫

ভারতের দুইয়ে দুই জয়; কোহলিরও টানা দুই হাফসেঞ্চুরি

অনলাইন ডেস্ক

ভারতের দুইয়ে দুই জয়; কোহলিরও টানা দুই হাফসেঞ্চুরি

প্রায় পৌনে ২০০ বছরের পুরনো সিডনি ক্রিকেট স্টেডিয়ামে তিনজনের হাফসেঞ্চুরিতে ভারত সহজেই হারিয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে। ৫৯ রানের জয়ে গ্রুপ-২’র ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালের পথ অনেকটাই মসৃণ করেছে রোহিত বাহিনী। 

পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে দারুণ ব্যাটিং করেছেন কোহলি। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন সাবেক অধিনায়ক। গতকাল সিডনির ধীরলয়ের উইকেটে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায়। আগের ম্যাচের মতোই কোহলি ইনিংস শুরু করেন ধীরলয়ে। দেখেশেুনে ৩৭ বলে খেলেন হাফসেঞ্চুরির ইনিংস। ২০ ওভারের বিশ্বকাপে টানা দুই হাফসেঞ্চুরিতে কোহলি এখন টি-২০ আন্তর্জাতিক সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১১ ম্যাচের ১০৩ ইনিংসে সাবেক অধিনায়কের রান ৩৮৫৬। এক সেঞ্চুরি ও ৩৫ হাফসেঞ্চুরি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর