২৮ অক্টোবর, ২০২২ ১৩:৫০

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান হারতেই ফুঁসে উঠলেন মোহাম্মদ আমির

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান হারতেই ফুঁসে উঠলেন মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মোহাম্মদ আমির নির্বাচকদের সঙ্গে বোর্ড চেয়ারম্যান রমিজ রাজাকেও অপসারণের দাবি তুলেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে এই হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ১৩১ রানের মাঝারি টার্গেট রেখেছিল জিম্বাবোয়ে। এই সহজ স্কোরের সামনে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রান তুলতে পারে। পাকিস্তানের এই পরাজয়ে হতাশ হয়ে টুইটারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন মোহাম্মদ আমির।

মোহাম্মদ আমির এক টুইট বার্তায় লিখেছেন, “প্রথম দিন থেকেই বলছি যে দল নির্বাচন খুব বাজে হয়েছে, এখন এই ব্যর্থতার দায় কে নেবে, এর দায়িত্ব কার, আমার মনে হয় এখন সেই তথাকথিত চেয়ারম্যান যিনি পিসিবির খোদা (গড) হয়ে বসে আছেন, তাকে এবং প্রধান নির্বাচককে ডাকার সময় এসেছে।”

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর