২৯ অক্টোবর, ২০২২ ১৩:২১

ভবিষ্যতে বাংলাদেশকে ‘ভালো’ টি-টোয়েন্টি দল বানাবেন শ্রীরাম?

অনলাইন ডেস্ক

ভবিষ্যতে বাংলাদেশকে ‘ভালো’ টি-টোয়েন্টি দল বানাবেন শ্রীরাম?

নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ জয়ের স্বস্তি অস্বস্তিতে পরিণত হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর। ১০৪ রানের হারের বড় বোঝা সেদিন চেপেছিল বাংলাদেশের কাঁধে।

এবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার পালা। জিম্বাবুয়েকেও আর সহজ প্রতিপক্ষ বলা যাচ্ছে না। কারণ, তারা এরই মধ্যে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়ে দিয়েছে। চলতি বছরেই ওদের দেশে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরে এসেছে টাইগাররা।

আগামীকাল রবিবারের সেই ম্যাচ সামনে রেখেই আশার বাণী শোনালেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট। তিনি বলেন, ‘ (বাংলাদেশকে) ভবিষ্যতে খুব ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে তোলা সম্ভব।’

তিনি আরও বলেন ‘আমরা পয়েন্ট তালিকায় তাকাচ্ছি না, যা ঘটেছে, তা ঠিক করতে পারব না। শান্ত থাকতে হবে, নিজেদের পরিকল্পনা সমন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ম্যাচের দিন শুধু ম্যাচ নিয়েই ভাবতে হবে। টুর্নামেন্টের খেলায় আবেগের কোনো জায়গা নেই। একটা দিন খারাপ যেতেই পারে কিন্তু তারপরই ঘুরে দাঁড়াতে হয়। আমরা বড় ব্যবধানে জিতি কিংবা হারি, পরের দিন তো এর কোনো দাম নেই। আবারও ঘুম থেকে উঠে অনুশীলন করে (নতুন ম্যাচ) খেলতে হয়। তাই আমাদের দল (আগের ম্যাচে বড় হার) এটা নিয়ে ভাবছে না, সব আগের মতোই আছে।’

শ্রীরামের মতে ‘আমরা দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস ঠিক করার চেষ্টা করছি। খেলোয়াড়েরা জানে বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান কোথায় এবং কোথায় যেতে চায়। আমার মনে হয় ভিতটা গড়া হয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আমরা ভবিষ্যতের জন্য দলটা গড়ার চেষ্টা করছি, যেখানে দক্ষতাসম্পন্ন খেলোয়াড়েরা আছে। এখন আরও কিছু দক্ষতা যোগ করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা খুব ভালো একটা টি-টোয়েন্টি দল গড়তে পারব।’

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর