৩০ অক্টোবর, ২০২২ ০৮:৩৫

সুপার টুয়েলভ: জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সুপার টুয়েলভ: জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

উইকেটটা বেশ শুকনো, সাকিব জানালেন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে নিজেদের সেরাটাই দিতে হবে, বিশ্বাস সাকিবের। বললেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের জন্য আমাদের সেরা খেলাটা খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর তারা উজ্জীবিত থাকবে এবং আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

এদিকে ক্রেইগ আরভিন জানালেন, টস জিতলে ব্যাট করতে চাইত তার দলও। তিনি বলেন, ‘অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে, এটা সারাদিনে খুব বেশি বদলাবে না। আবহাওয়াটা বেশ সুন্দর, টস জিতলে ব্যাটই করতে চাইতাম আমরা!’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর