৩০ অক্টোবর, ২০২২ ০৯:৩৯

মুজারাবানির দ্বিতীয় শিকার লিটন

অনলাইন ডেস্ক

মুজারাবানির দ্বিতীয় শিকার লিটন

ব্লেসিং মুজারাবানি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

রিচার্ড এনগারাভার চতুর্থ বলে প্রথম চারের দেখা পায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত পরের চার মারেন দ্বিতীয় ওভারের প্রথম বলে। কিন্তু সৌম্য সরকার রানের খাতা খুলতে পারেননি। নিজের দ্বিতীয় বলে ডাক মারেন তিনি। মুজারাবানির বলে রেগিস চাকাভার হাতে ক্যাচ দেন সৌম্য।

ব্লেসিং মুজারাবানি দ্বিতীয় ওভার হাতে নিয়ে আরেকটি উইকেট পেলেন। ষষ্ঠ ওভারে স্কুপ করে শর্ট থার্ডে তেন্দাই চাতারার ক্যাচ হন লিটন দাস। ১২ বলে ৩ চারে ১৪ রান করেন তিনি।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে লিটনের জুটি ছিল ২৩ বলে ২২ রানের। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩২ রান। শান্তর সঙ্গে ক্রিজে জুটি বেঁধেছেন সাকিব আল হাসান।

এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশে জায়গা খোয়ানো ইয়াসির আলী রাব্বি, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর